ভোলা প্রতিনিধি : ভোলা শহরের খেয়াঘাট রোড এলাকায় এনজিও পরিচালিত এম এ আলী প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক এম এ আলী (৬০) দুই দিন নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্কুল থেকে শহরের সদর এলাকায় যাওয়ার পর তিনি নিখোঁজ হন।

পুলিশ এ ঘটনায় স্কুলের কর্মচারি বাচ্চু ও মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান শওকাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় এম এ আলী তার স্কুলের একটি গাড়িতে করে শহরের সদর রোড়ে যান। সেখানে তিনি কিছু কেনা-কাটা করে সামাজপড়ার উদ্দেশে রওয়া দেন। তার সঙ্গে তখন স্কুলের কর্মচারি বাচ্চু ছিলেন। এরপর তিনি আর ফিরে আসেননি।

তার ব্যবহত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভব্য সব জায়গায় খোঁজার পরও তাকে না পেয়ে রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহান্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

এম এ আলী নিখোঁজ হওয়ায় ঘটনায় পুরো ভোলা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)