রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বাসচাপায় ছয় অটোরিকশা আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জিগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মিনিবাস তারাগঞ্জের জিগাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ পাঁচজন নিহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডিগ্রি পড়ুয়া ছাত্রী শাহনাজ পারভিন মারা যান। অন্য নিহতরা হলেন, রওশন আরা (৫০), দুলালি (৩০), মোস্তকিম (৪), শহিদুল (৪০)। তবে অটোচালকের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতরা নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের চেংমারী গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে তারা অটোরিকশা ভাড়া করে এক আত্মীয়র বাড়ি বেড়াতে যাচ্ছিল।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক পালিয়ে যায়। এ ব্যাপারে কেউকে আটক করা সম্ভব হয়নি।

(ওএস/পি/জুলাই ০৮, ২০১৬)