স্টাফ রিপোর্টার : সম্প্রতি ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

রবিবার দুপুরে ৩ দিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে নগরীর দর্শনাস্থ তার পল্লী নিবাস বাসভবনে তিনি এ মন্তব্য করেন। এসময় এরশাদ বলেন, গুলশানের মত অভিজাত এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে নিরীহ মানুষদের হত্যা করলো অথচ গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারলো না। এক্ষেত্রে দেশের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।

বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, দেশের সঙ্কট নিরসনে আমি সব দলকে নিয়ে আলোচনায় বসতে বলেছিলাম কিন্তু সেটাতে কাজ হবে না। সরকারকেই এর সমাধান করতে হবে। কারা এর মদতদাতা তা সরকারকেই খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববাসীর কাছে ছোট হয়েছি।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসে পৌঁছান এরশাদ। পরে তিনি সড়ক পথে পল্লী নিবাস বাসভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/পি/জুলাই ১০, ২০১৬)