পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগরে লঞ্চঘাটের পল্টুন ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় লঞ্চঘাটের পল্টুন ফেটে যাওয়ায় পানি ঢুকে পল্টুনটি ডুবে যায়। নদীতে ভাটার সময় পল্টুনটি জেগে থাকলেও জোয়ার এলেই পল্টুনটি পানিতে ডুবে যায়। এতে লঞ্চে যাত্রীদের ওঠা-নামায় চরম ভোগান্তির শিকার হতে হয়। ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের ট্রলারের করে লঞ্চে উঠতে ও নামতে হচ্ছে। অনেকে আবার ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া পল্টুন থেকে লঞ্চে ওঠা-নামা করছে। এ অবস্থায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা রয়েছে। জিয়ানগর লঞ্চঘাটের ইজারাদার মোঃ আলী হোসেন জানান, পল্টুন ফেটে যাওয়ায় যাত্রীদের ওঠা-নামায় সমস্যা হচ্ছে। পল্টুন সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(এআরবি/পি/জুলাই ১০, ২০১৬)