নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন লিপি খানম নামে এক জন। রবিবার দলের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর চলছে তীব্র আলোচনার-সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কঠোর সমালোচনা। কে এই লিপি খানম? এত দিন তিনি কোথায় ছিলে ? স্থানীয় রাজনীতিতে তার কি অবদান? দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কেনই বা তাকে দলীয় মনোনয়ন দেওয়া হল ? নৌকার মাঝি হয়ে লিপি খানম কি পারবেন জয়ী হতে ? নাকি দলের বিদ্রোহী প্রার্থী জয়ী হবে ? না বিগত দুইটি নির্বাচনের মত আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বাচনী ফসল ঘরে উঠবে বিএনপির ?

দলীয় সূত্রে জানাগেছে, আওয়ামীলীগের সমর্থীত ৭ জন সম্ভব্য মেয়রপ্রার্থীরা দলীয় মনোনয়ন ক্রয় করেন এরা হল লোহাগড়া উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি ও সাবেক ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম আশরাফ আশরাফ, লোহাগড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান আ‘লীগ নেতা মনজুরুল করিম মুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, আ‘লীগ নেতা সৈয়দ মশিয়ুর রহমান, নাজমুল করিম বাবু, মুন্সী আলা উদ্দিন এবং একমাত্র মহিলা মেয়রপ্রার্থী লিপি খানম। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নিলেন মহিলা প্রার্থী লিপি খানম। আর দলীয় মনোনয়ন ঘোষণার পর চলছে সমালোচনার ঝড়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি ও সাবেক ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম আশরাফ দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সাথে তাদের সুখে দুখে, বিপদে-আপদে পাশে ছিলেন। বিগত দুই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করলেও সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। এলাকায় অপিরিচিত একজনকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিগত দুই নির্বাচনের মত এবার নির্বাচনের ফসল ঘরে উঠতে পারে বিএনপির ঘরে বলে সংশ্লিষ্টদের অভিমত।

এলাকাবাসীর অভিযোগ লিপি খানমকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তার পরিবারের সকলের বিএনপির সমর্থক এ রকম একজনকে কিভাবে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হল। এদিকে ফেসবুকে লোহাগড়া পৌরসভার দলীয় মনোনয়ন নিয়ে চলছে তীব্র সমালোচনার ঝড়। খান জাহাঙ্গীর আলম লিখেছেন- কযধহ ঔধযধহমরৎ অষধস৪ যৎং লোহাগড়া পৌরসভায় আওয়ামীলীগ এর মনোনয়ন পলেনে লপিি খানম!!!! (অষ্টম আর্শ্চয), এম. আমনিুর রহমান-আগামী ৭ই আগষ্ট নড়াইল জলোর লোহাগড়া পৌরসভা নর্বিাচনে নৌকা র্মাকার প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী আওয়ামী জামাতী ইসলাম লীগ!!!ধন্য হে বঙ্গ! ধন্য হে আওয়ামী লীগ!! ধন্য হে শখে হাসিনা!!!

আসলাম বিশ্বাস লিখেছেন, ‘লোহাগড়ার মানুষ ভুয়া হাইব্রিড তেতুল লিপিকে চেনেনা ঢাকা আওয়ামীলীগ লোহাগড়ায় ওদের পরিবারের ভাই-ভাগনে সকলে বিএনপি করে। পরিবার বাঁচাতে ঢাকাতে আওয়ামীলীগ করে লিপিকে ভোট দেবেনা।’

এদিকে বর্তমান মেয়র এডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল বিএনপি দলীয় মনোনিত একমাত্র মেয়র প্রার্থী বলে জানাগেছে। তিনি বিগত ১০ বছর পৌরসভার মানুষের সেবা করেছেন এবারও জয়ের ব্যাপরে তিনি আশাবাদী।

লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ বলেন, এখন পর্যন্তু মেয়র পদে একজন এবং কাউন্সিলর পদে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন, দলীয় মনোনয়ন দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ জুন নড়াইলের লোহাগড়া পৌরসভাসহ ৮ পৌরসভার তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। ঘোসিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ৭ আগষ্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১২ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৪ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই।

(টিবি/পি/জুলাই ১১, ২০১৬)