ঢাবি প্রতিনিধি : পরিবেশ রক্ষায় পরিবেশ খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানালেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন, বাজেটের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও পরিবেশ রক্ষার জন্য বরাদ্দ বাড়েনি।

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘পরিবেশ অলিম্পিয়াড, বিতর্ক চ্যাম্পিয়নশীপ এবং উপস্থাপনা প্রতিযোগিতা’র সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্স অনুষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাদের উচিত উন্নত বিশ্বের কাছে আমাদের পরিবেশের ক্ষতিপূরণ দাবি করা। তাদের কারণেই আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

উন্নত বিশ্ব পরিবেশগতভাবে আমাদেরকে শোষণ করছে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বনমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. রাইসুল আলম মণ্ডল, ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্স অনুষদের ডিন ড. এ এস এস মাকসুদ কামাল প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘পরিবেশের কোন সীমারেখা নেই। বিশ্বের পরিবেশই এক। একদেশ পরিবেশ দূষণ করলে তার প্রভাব সারাবিশ্বেই পড়বে। তাই প্রতিটি দেশেরই উচিত পরিবেশ দূষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।

অনুষ্ঠান থেকে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

‘রেইজ ইয়র ভয়েস নট দ্যা সি লেভেল’ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানটি ২৯ মে শুরু হয়। পরিবেশ অলিম্পিয়াড, বিতর্ক ও উপাস্থাপনায় অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)