স্টাফ রিপোর্টার : বিগত সময়ের পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ সাম্প্রতিক জঙ্গি হামলা। দেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক। এর পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিগত সময়ের পেট্রোলবোমা হামলা করে যারা সরকার উৎখাত করতে চেয়েছিল, তারাই গুপ্তহত্যা চালাচ্ছে। আর এসব কিছুই পেট্রোলবোমা হামলার নতুন সংস্করণ।

তিনি আরো বলেন, যারা এসব হত্যাকাণ্ড চালাচ্ছে তারা শুধু দেশের নয় ইসলাম ও মানবতার শত্রু। তাই শেখ হাসিনার নেতৃত্বে এসব দুষ্কৃতকারীর মূল উৎপাটন করতে হবে।

গুলশান ও শোলাকিয়ার হামলাসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এ ধরনের ঘটনার বেনিফিশারি হচ্ছেন খালেদা জিয়া। আর এসবের ট্রেনার জামায়াত-শিবির। দেশে আইএসের কোনো এজেন্ডা নেই। কিন্তু দেশের অগ্রগতি, শান্তি নষ্টে একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৬)