বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপি গুলশানে স্পেনিশ রেস্তোরা ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে র‌্যালী ও শোক সভা করেছে। মঙ্গলবার সকালে শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির সধারন সম্পাদক আলী রেজা বাবুর সভাপত্বিতে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তৃত্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, যুবদলের সভাপতি মেহেবুুবুর হক কিশোর, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম ভূইয়া, বিএনপি নেতা কাজী সেলিমুল হক, রফিকুল ইসলাম, আসাদৌলা জুয়েল, মহিতুজ্জামান দুলাল, মোকাদ্দেস হোসেন ডলার প্রমুখ। বাগেরহাট জেলা বিএনপি এসময় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দলীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করে।

(একে/এএস/জুলাই ১২, ২০১৬)