আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় বহুল আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’কে অবশেষে ষ্ট্যান্ড রিলিজ করেছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার তার স্ট্যান্ড রিলিজ সংক্রান্ত চিঠি তিনি হাতে পেয়েছেন বলে অফিস সূত্র নিশ্চিত করেছেন।

সূত্র মতে, আজ বুধবারের মধ্যে তাকে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলায় যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। তবে আগেলঝাড়ায় ইউএনও হিসেবে কে যোগদান করছেন তার কোন পত্র পায়নি আগৈলঝাড়া ইউএনও অফিস।

(টিবি/এস/জুলাই১২,২০১৬)