আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় শিশুদের জন্য জাতীয় ভিটামিন এ-প্ল¬াস ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে জন সচেতনতা বাড়াতে এক অবহিতকরণ সভা মঙ্গলবার  অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে ইউএইচএএফপিও ডা. মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন, ডা.অসীম রঞ্জন হালদার, ডা.অভ্র মিত্র, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও রতন ঘটক, ইপিআই কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ।

পরে আনুষ্ঠানিকভাবে শিশুকে ভিটামিন এ-প্লাস খাইয়ে ডা. আলতাফ হোসেন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উপজেলার ৫টি ইউনিয়নে ১২৮টি কেন্দ্র ৩৮৪জন স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

(টিবি/এস/জুলাই১২,২০১৬)