চট্টগ্রাম প্রতিনিধি : ভ্রমণ ভিসা নিয়ে লিবিয়ায় কাজের সন্ধানে যাওয়ার সময় ৪০ জনকে বিমান থেকে নামিয়ে এনেছে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভিসা নিয়ে জটিলতা থাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার নুর-ই আলম জানান, ভ্রমণ ভিসা নিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ৪০ জন যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। এয়ার এরাবিয়ার সন্ধ্যা সোয়া ৬টার ফ্লাইটে এ যাত্রীদের লিবিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ভিসা পর্যবেক্ষণ করে দেখা যায় তারা সকলেই ভ্রমণ ভিসায় লিবিয়া যাচ্ছেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা জানান তারা কাজের সন্ধানে লিবিয়া যাচ্ছেন।

ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে লিবিয়া গেলে জটিলতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে এই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে যাত্রীদের কাউকে আটক করা হয়নি।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)