পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : মঙ্গলবার পীরগঞ্জে বিপুল পরিমান জিহাদি বইসহ এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটককৃত জামায়াত নেতা আবুল খায়ের উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টি গ্রামের মৃত-নুর মোহাম্মদের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ওসি (তদন্ত) হারুন অর রশীদ এর নেতৃত্বে এসআই শাহীন সিদ্দীকি, এম এ গনি সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন পরিষদের সামনে এক দর্জির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদি বই, লিফলেট, ডায়েরী, মাসিক চাঁদা আদায়ের বহি, রেজ্যুলেশন খাতা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পীরগঞ্জ সাংগঠনিক অফিসের জোনাল ম্যানেজার গোলাম রসুলের ভিজিটিং কার্ডসহ বাংলাদেশ জামায়াত ইসলামির দাপ্তরিক কাগজপত্র উদ্ধার করা হয়।

এ সময় ইউনিয়নটির জামায়াতে ইসলামীর সদস্য দর্জি দোকানের মালিক সাল্টি গ্রামের মৃত- নুর মোহাম্মদের পুত্র আবুল খায়ের (৪৫) কে আটক করা হয়েছে। এসআই ওসমান গনি বাদী হয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পীরগঞ্জ সাংগঠনিক অফিসের জোনাল ম্যানেজার গোলাম রসুলকে প্রধান করে ২৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৩০ জন আসামী করে মামলা করেছেন। আটককৃত জামায়াত নেতাকে দুপুরে রংপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(জিকেবি/এএস/জুলাই ১২, ২০১৬)