চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সংঘটিত সহিংসতায় নিহত ইমদাদুল হক ইন্দার পরিবারকে সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

নিহতের নাবালক ছেলে-মেয়েকে ২ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেন এবং স্ত্রীকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া নিহতের বৃদ্ধ মা ও বড় ছেলেকে এমপি নিজস্ব তহবিল থেকে আর্থিক সাহায্য করেন।

চেক বিতরন উপলক্ষে সোমবার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।

মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো. মকবুল হোসেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ইউএনও বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ওসি সুব্রত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবির উদ্দিন মোল্লা, নাজিম উদ্দিন মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল আলীম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নির্বাচনে সংঘটিত সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের গুলিতে ইমদাদুল হক ইন্দা নিহত হন।

(এসএইচএম/এএস/জুলাই ১২, ২০১৬)