গাজীপুর প্রতিনিধি :মায়ের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্যারোলে মুক্তি পেয়েছে। মঙ্গলবার বিকেল  ৬টায় তিনি মুক্তি পান বলে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম চাকমা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ৬ ঘণ্টার মুক্তি দেওয়া হয়েছে। জেল কোডের নিয়ম তিনি ভঙ্গ করছেন কিনা তাও জেল কর্তৃপক্ষ নজরদারি করবে। রাত পৌনে ১২ টার দিকে তাকে আবার কারাগারে নেওয়া হবে।

আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জুবাইদা রহমান। এর আগে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ ১২ ঘণ্টার মুক্তি দেন বিএনপির এই নেতাকে। তবে তিনি ঢাকার একটি আদালতে এক মামলায় হাজির থাকায় ওই সময় থেকে মায়ের লাশের কাছে যেতে পারেননি। গুলশানের আজাদ মসজিদে মায়ের নামাজে জানাজায় অংশ নেবেন।

চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একাধিক মামলায় কারাগারে আটক আছেন। কয়েকবার অসুস্থও হয়েছেন। ইতোমধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় তাকে সাজা দিয়েছে আদালত।




(আরএইচ/এস/জুলাই১২,২০১৬)