খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মো. আরজ আলী (২৫) নামে সন্দেহভাজন এক তরুণকে আটক করে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় তাকে খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাকের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা।

আটক আরজ আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলগ্রাম গ্রামের মৃত মো. আব্দুল মান্নান মিয়ার ছেলে। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে চলাফেরা করার সময় সন্দেহ হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন বলে জানান আটক আরজ আলী। তিনি ইসলামী শাষণতন্ত্র ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি বলে নিজের পরিচয় দিয়েছেন।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার বাংলানিউজকে এসব তথ্য জানান।

(ওএস/এস/জুলাই১৩,২০১৬)