স্টাফ রিপোর্টার : রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইউসুফ আলী (২৬) নামের এক পথচারী সোমবার সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা যায় , নিহত ইউসুফ আলী রাজধানী বাউনিয়ার তুরাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , সোমবার ভোর ৪টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ইউসুফ আলীকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

(ওএস/জেএ/জুন ০৯, ২০১৪)