মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আলতাফ হোসেন (৩৫) আহত হয়েছেন।

তিনি সোনাপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

আহত আলতাফ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিজিবির লাইনম্যান ও গরু ব্যবসার সঙ্গে জড়িতে বলে জানা গেছে।

মুজিবনগর কোম্পানি ক্যাম্প কমান্ডার সুবেদার জমশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার মধ্যরাতে সোনাপুর সীমান্তে আলতাফ হোসেন গরু পার করার যায়। এ সময় তাকে লক্ষ্য করে নদীয়া জেলার রিদয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ গুলি ছোড়ে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহযোগীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে।


(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)