স্টাফ রিপোর্টার :উগ্রবাদ, জঙ্গি-সন্ত্রাস দমনে রাজধানীতে জাতীয় কনভেনশন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়াও জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে রাজধানীতে কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সব বিভাগীয় শহরে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।

বুধবার দিবাগত রাত সোয়া ৮টায় শুরু হয়ে প্রায় ২ঘণ্টা ব্যাপী বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়েজোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে থাকা ২০ দলীয় জোটের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আগামীকাল দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।




(ওএস/এস/জুলাই১৪,২০১৬)