মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক চাদাবাজি মামলা দিয়ে হয়রাণী করার প্রতিবাদে বুধবার কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

দৈনিক যায়যায়দিন পত্রিকার কালকিনি প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও সাংবাদিক মো. রফিকুল ইসলাম মিন্টুর নামে স্থানীয় দেলোয়ার বেপারী নামের এক ব্যক্তি মাদারীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাদাবাজি মামলা করেছেন। আদালত ওসি কালকিনিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

এই মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বুধবার কালকিনি প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এইচ এম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ডাসার প্রেসক্লাবের আহবায়ক সাংবাদকি মো. মিজানুর রহমান, অর্থ সচিব মো. আমিনুল ইসলাম সুমন, কালকিনি প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মো. কায়কোবাদ শামীম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান দুলাল,অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. নাসিরউদ্দিন লিটন, সাহিত্য বিষয় সম্পাদক মো. সাইমুন ইসলাম, মেহেদী হাসান মুন্না, মো. মুজিবুল হায়দার রাজ্জাক, আসরাফুর রহমান, মো. সাহাদাত হোসেন, মো. নাহিদ হোসেন।

এছাড়াও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, ডাসার প্রেসক্লাবের সভাপতি/সম্পাদকসহ জেলার ও পাশের জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইন-চার্জ কৃপা সিন্ধু বালা বলেন, এখনও মামলার কপি আসেনি। আসলে তদন্ত করে সত্য মিথ্যা যাচাই করা হবে।

(এএসএ/এস/জুলাই১৪,২০১৬)