আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):“ঠেকাও জঙ্গিবাদ বাচাঁও দেশ” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের বিভাগীয় শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বিভাগীয় সম্পাদক বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বিএম স্কুলের প্রধানশিক্ষক লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের মহানগর সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

একই দাবিতে ওইদিন বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদররোডে সাংস্কৃতিক সংগঠন উদিচী ও বরিশাল নাটকের যৌথ আয়োজনে অনুরূপ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।



(টিবি/এস/জুলাই১৫,২০১৬)