নিউজ ডেস্ক : পাঁচ বছর আগে ফাইল শেয়ারিং ওয়েবসাইট ‘মেগা আপলোড’ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বিপদে পড়েছেন। এমন কি অনেকেই অবৈধভাবে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোডের ব্যবসা বন্ধও করে দিয়েছে। কারণ এই প্লাটফর্মকে ব্যবহার করে অনেককেই মোটা অংকের ব্যবসা করতেন।

আগামী বছরেই আবার জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট মেগা আপলোড চালু হচ্ছে বলে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সাইটটির মালিক ও ইন্টারনেট মোঘল কিম ডটকম।

কপিরাইট পাইরেসির দায় নিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ হওয়ার ঠিক ৫ বছর পরে আবার নতুন করে জনপ্রিয় এই ফাইল শেয়ারিং ওয়েবসাইটটি চালু হতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইল শেয়ারিংয়ে ওই সময়ে ইন্টারনেটবিশ্বে সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটগুলোর মধ্যে ১৩তম অবস্থানে ছিলো মেগা আপলোড। প্রতিদিন প্রায় ৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারী সাইটটি ভিজিট করতেন, যা ওই সময়ের মোট ওয়েব ট্রাফিকের প্রায় ৪ শতাংশ।

২০১২ সালের জানুয়ারিতে এফবিআই মেগা আপলোডের সার্ভার বন্ধ করে দেয় এবং নিউজিল্যান্ডের পুলিশ কিম ডটকমের অকল্যান্ড ম্যানসনে অভিযান চালায়। জরিমানাসহ তিন প্রতিষ্ঠাতাকে ২০ বছরের কারাদণ্ডও দেয়া হয়। বেআইনি কার্যক্রমের জন্য অন্তত ১৭৫ মিলিয়ন ও কপিরাইট কনটেন্টের জন্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ জরিমানা করা হয় সাইটটিকে। এখনো লড়ে যাচ্ছেন কিম ডটকম।

২০১৭ সালের ২০ জানুয়ারি মেগা আপলোডের কালোদিনের ৫ম বছর পূর্তি হতে যাচ্ছে বলে নিজের টুইটার অ্যাকাউন্টে ব্যবহারকারীদের উদ্দেশে জানিয়েছেন কিম ডটকম। আর এদিনেই গ্রাহকদের জন্য নতুন করে হাজির হবে মেগা আপলোড।

(ওএস/এএস/জুলাই ১৫, ২০১৬)