মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল :কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জঙ্গিবাদ ও হামলায় দেশ আজ দুর্যোগ মুর্হুত পার করছে। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রীর উচিত দলমত নির্বিশেষে সকলকে আহবান করে জাতীয় সমস্যা সমাধান করা। এভাবে মানুষকে জ্বলতে, পুরতে ও মরতে দেয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ৭ বছরে সবদলকে নিয়ে বসে কোন জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করেননি। আপনি জনবিচ্ছিন্ন সরকার নিয়ে দেশকে ধ্বংস করতে পারেন না। এটা মেনে নেয়া যায় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেহে যতক্ষণ রক্ত আছে এর প্রতিবাদ করবোই।

তিনি শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এজন্য আপনি জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর জন্যে জীবন বাজি রেখেছে তারা আজ আর আওয়ামী লীগে নেই। আর যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তারা আপনার চার পাশে বসে রয়েছে। তাই ১৯৭৪ সালে যারা গণবাহিনী করে দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে।

তিনি বলেন, বেগম মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢুকডুকি বাজাতে চেয়েছে। সেই মতিয়া চৌধুরীর বিচার করুন। হাসানুল হক ইনু গণবাহিনীর সহকারী প্রধান তার বিচার করুন। তাদের মন্ত্রী সভায় বগলতলে রেখে অন্য অপরাধীদের বিচার করেন কি করে! তাদের মন্ত্রীসভা থেকে বহিস্কার করে বিচার করুন।

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হাসমত আলী নেতার সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাদের সিদ্দিকীর সহধর্মীনি নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এএইচএম আব্দুল হাই প্রমুখ।



(এমএনইউ/এস/জুলাই১৫,২০১৬)