স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দিলে জাতীয় ঐক্য সম্ভব হতে পারে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদবিরোধী সমাবেশ করবেন। এজন্য তিনি একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে জামায়ত ইসলামও ছিলো। সুতরাং তার জন্য জঙ্গিবাদবিরোধী সমাবেশ করা হাস্যকর।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজ্জাদেদী। এতে অংশ নেন দলটির মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান নিয়াজী প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১৬, ২০১৬)