বান্দরবান প্রতিনিধি :লামা উপজেলার সরই ইউনিয়নে ব্যবসায়ী খোকন নাথকে সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। শনিবার সাড়ে সকাল ১১টায় সনাতনী সমাজের উদ্যোগে বান্দরবান প্রেসক্লাকের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

ঘন্টব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ. জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম জাহাঙ্গীরসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী খোকন নাথসহ জেলার নানা স্থানে সাম্প্রতিক সময়ে হত্যার শিকার বৌদ্ধ ভিক্ষু এবং আওয়ামীলীগ নেতার হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং জেলার সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। নিহত খোকন নাথ লামা সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজারের ব্যবসায়ী। শুক্রবার রাতে সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়। তার বাড়ি লোহাগাড়া উপজেলার কলা উজান এলাকায়।

এদিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন জানান, সরই-লুলাইং মেরাইত্তা ঝিরি থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় যিশু ত্রিপুরা নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য খোকনের লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(এএফবি/এস/জুলাই১৬,২০১৬)