চাটমোহর (পাবনা) প্রতিনিধি :বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক সমিতি (বাস্বাশিপ) পাবনার চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে শনিবার আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করে।

উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে এক ঘন্টাব্যাপী বিভিন্ন মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক সমিতি উপজেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আলী হায়দার সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ইউএনও বেগম শেহেলী লায়লা, এসিল্যান্ড মো. মিজানুর রহমান, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, অধ্যক্ষ আবদুল মতিন, হেলাল উদ্দিন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, রকিবুর রহমান টুকুন, বেলাল হোসেন স্বপন প্রমূখ। সঞ্চালন করেন শিক্ষক সাইদুল ইসলাম পলাশ।

বক্তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখামাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়ার আহবান জানান। দেশব্যাপী জঙ্গিদের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে উপজেলার শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেয়।


(এসএইচএম/এস/জুলাই১৬,২০১৬)