মাদারীপুর প্রতিনিধি :জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে শনিবার সকাল সারে ১০টায় মাদারীপুর শহরের সরকারী নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের গেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে সুজন-সুশাসনের জন্য নাগরিক মাদারীপুর জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুজনের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন মাহমুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, গোলাম মাওলা আকন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সাংস্কৃতিককর্মী কুমার লাভলু, প্রশিসেসের আবির মাহমুদ ইমরান, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মেহেদী হাসান সোহাগ, ফরিদুর রহমান, আরিফুর রহমান আরিফ, অজয় কুন্ড, মনিরা ইয়াসমিন, সুইটি আক্তার প্রমুখ।
অপরদিকে সুজন-সুশাসনের জন্য নাগরিক কালকিনি উপজেলা শাখার আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুজনের কালকিনি শাখার সভাপতি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান, কাজী কামরুজ্জামন, এনামুল হক, এমেলী, আবুল হোসেন, আশরাফুল হক, কালকিনি প্রেসক্লাবের সভাপতি এইচ এম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান প্রমুখ।

অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন কর, জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলো, জঙ্গিবাদ বিকাশের মূল কারণসমূহ চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ কর, জঙ্গিবাদ প্রতিরোধে অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলো, উদার সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ নির্মাণ কর, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, রাজনৈতিক দমন-পীড়ন ও হয়রাণী বন্ধ করাসহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখ, অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ কর এবং বিচারিক প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও’ এসব স্লোগান নিয়ে কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।





(এএসএ/এস/জুলাই১৬,২০১৬)