আল ফয়সাল বিকাশ, বান্দরবান:আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মং পু মারমা’র অপহরনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে বান্দরবান জেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব হয়ে মারমা অধ্যুষিত পাড়া ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের আহবায়ক আবু মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, এএকএম জাহাঙ্গীর, সংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, অজিত দাশ, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, শ্রমিক নেতা মিলন পাল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয়সহ দলীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাহাড়ে সন্তু লারমার লেলিয়ে দেয়া জেএসএস সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। যেখানে জেএসএস সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজী চালাবে সেখানে প্রতিরোধ করা হবে। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ নেতা মং পুকে অপহরনের একমাস পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বক্তারা অপহৃত মংপু’র নিঃশর্ত মুক্তির দাবী করেন এবং অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

(এএফবি/এস/জুলাই ১৭,২০১৬)