টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়টি সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মহাবিদ্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এ সময় টাঙ্গাইল-বাসাইল সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের অনুরোধে তারা যান চলাচলের জন্য সড়ক ছেড়ে চলে আসে। মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহণ করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান, উপাদক্ষ্য জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

বাসাইলের প্রাচীন এ মহাবিদ্যালয়টি বাদ রেখে সম্প্রতি নন এমপিওভুক্ত একই এলাকার জোবেদা-রুবিয়া মহিলা মহাবিদ্যায়টি জাতীয় করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় এলাকার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।





(এমএনইউ/এস/জুলাই ১৭,২০১৬)