আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের মারধর করে গুরুতর আহতসহ ৩৫টি পরিবারকে ভারতে যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই এলাকার ৩৫টি হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঁদাবাজদের হামলায় আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

দক্ষিণ চাঁদশী গ্রামের মৃত রাধা মাধব মজুমদারের পুত্র জগদীশ মজুমদার (৬০) অভিযোগ করেন, তার কাছে দীর্ঘদিন থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো পাশ্ববর্তী উত্তর চাঁদশী পশ্চিমপাড়া গ্রামের বারেক তালুকদারের পুত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন তালুকদার ও তার সহযোগীরা। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বৃহস্পতিবার রাতে চাঁদশী বাজারে বসে সন্ত্রাসী নয়ন ও তার সহযোগীরা তার (জগদীশ মজুমদার) ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একই গ্রামের ইন্দ্রজিত মন্ডল ও বিমল মন্ডল সন্ত্রাসীদের বাঁধা দিলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসী নয়ন তালুকদার ও তার ৮/১০জন সহযোগীরা পূর্ণরায় সশস্ত্র মহড়া দিয়ে জগদীশ মজুমদার, ইন্দ্রজিত মন্ডল, বিমল মন্ডল ও পরিমল মন্ডলের বাড়িতে গিয়ে তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে ও হামলার বিষয়টি কাউকে জানালে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৫টি পরিবারকে দেশত্যাগের হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় শুক্রবার সকালে হুমকি দেয়া ৩৫টি পরিবারের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ থানায় উপস্থিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


(টিবি/এস/জুলাই ১৭,২০১৬)