ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী তাসলিমা খাতুন অনু দুই মাথা জোড়া লাগানো অবস্থায় যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৬ই জুলাই বিকেলে পাবনা শহরের পিডিসি ক্লিনিকে সিজারের মাধ্যমে এই অদ্ভুত সন্তানের জন্ম দেন তিনি। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে দলে দলে লোক শিশু দুটিকে দেখার জন্য পিডিসিতে ভীড় জমায়।

ডা: নার্গিস সুলতানা সফলভাবে অস্ত্রপাচার করায় দুটি সন্তানই এখনো সুস্থ অবস্থায় রয়েছে। অনুর স্বামীর নাম রফিকুল ইসলাম রফিক। তারা দু’জনেই চাটমোহর এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদের পাঁচ বছর বয়সের আরো একটি কন্যা সন্তান রয়েছে।

অনুর নিকটাত্মীয় জানান, সিজারের পূর্বে আলট্রাসনোগ্রামে বিষয়টি ধরা যায়নি। শিশুর মাথায় জল জমে আছে বলে চিকিৎসকরা মনে করেছিলেন। উন্নত ও সফল অস্ত্রপাচারের মাধ্যমে শিশু দুটির মাথা পৃথক করা আমাদের দেশেই সম্ভব বলে একাধিক চিকিৎসক জানিয়েছেন।

(এসকেকে/এএস/জুলাই ১৮, ২০১৬)