ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেয়া সাইদুল ইসলাম পাপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১১টার দিকে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাপন চলতি বছরে ফেনী জি এ একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে হত্যাকাণ্ডের দিন একরামের গাড়ির গতিরোধ করে বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইন উদ্দিন ভূঞা বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে পাপনকে গ্রেপ্তার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আরমান হোসেন কায়সার ও অন্য আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পাপনকে গ্রেপ্তার করা হয়। সে কিলিং মিশনে অংশ নিয়ে একরামকে বহনকারী চলন্ত গাড়ির সামনে ময়লার ট্রলি দিয়ে গতিরোধ করে।

উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরে দিনের বেলায় কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ওএস/এইচআর/জুন ০৯, ২০১৪)