আগৈলঝাড়া (বরিশাল )প্রতিনিধি :বরিশালের গৌরনদী উপজেলা বার্থী ইউনিয়নে ছয়টি গ্রামের উপর দিয়ে রবিবার রাতে অকস্মিক টর্নেডোর ছোবলে ৫টি গ্রাম লন্ড-ভন্ড হয়েছে।  টর্নেডোতে ওইসব গ্রামের প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত ও ১০ জন আহত হয়েছে। ঢাকা- বরিশাল মহাসড়কে গাছ উপড়ে পরায় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

সরেজমিনে ক্ষতিগ্রস্থ পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার সোয়া ৮টার দিকে বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা, বড়দুলালী, তারাকুপি, উত্তর বাউরগাতি, পশ্চিম বাউরগাতি গ্রামের উপর দিয়ে আকস্মিকভাবে দুই মিনিট স্থায়ী টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু বুঝে উঠার আগেই ধ্বংসযজ্ঞে পরিনত হয় ইউনিয়নের ৫টি গ্রামের আংশিক এলাকা। টর্নেডোর ছোবলে ইউপি সদস্য বজলুর রশিদদের বসত ঘরসহ আঁধাপাকা ২০টি ও কাঁচা গোয়াল ও রান্না ঘর ২০টিসহ প্রায় অর্দশত বাড়িঘর, গাছপালা, পান বরজ, বৈদ্যুতিক খুটিসহ মুহুতেই মাটির সঙ্গে মিশে গেছে।

বার্থী ইউনিয়নের পাঁচটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় অসংখ্য গাছপালা পরে অন্তত ৪০টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। ঘর ও গাছচাপা পরে গ্রামের ১০ জন আহত হন। আহতরা হলেন, তারেক মাঝি (৩০), কালিপদ মজুমদার(৫০), অমল মজুমদার(৫৫), মৃত্যুঞ্জয় রায়(৫২), সুবল দাস(৪০), নিরাঞ্জন মন্ডল (৩২)।

স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে আকস্কিক ঝড়ে মহাসড়কের পাশ্ববর্তী একটি গাছ মহাসড়কে উপড়ে পরে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে সহস্রাধিক যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী আপ্রান চেষ্টা চালিয়ে মহাসড়কের ওপর উপড়ে পরা গাছ অপসারন করে যানচলাচল স্বাভাবিক করেন। ঝড়ে ওই এলাকার ৩৩ কেভি বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় এ রির্পোট লেখা পর্যন্ত পল্ল¬ী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের আওতাধীন গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার একাংশে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে উর্ধতন কর্তৃপক্ষ ও ত্রান দূর্যোগ মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

(টিবি/এস/জুলাই ১৮,২০১৬)