গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ভয়-ভীতি ও মারধোর করে এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখলে নিয়ে সীল মারার অভিযোগে এনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পাটির প্রার্থী শামছুজ্জামান জামাল। তিনি গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সোমবার (১৮ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল ১০টার মধ্যেই উপজেলার ৮৭টি কেন্দ্র থেকে জাতীয় পার্টি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে। সকাল সাড়ে ৮টায় ইসলামাবাদ সিনিয়র মাদরাসা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। সিধলা ইউনিয়নে ৩টি কেন্দ্রে এজেন্টদের মারধোর করে ভিতরেই প্রবেশ করতে দেয়নি। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিকট অভিযোগ দিয়েও এজেন্টদের কেন্দ্রের ভিতরে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ভোটারের উপস্থিতি শূন্যের কোটায় থাকলেও সকাল ১১টার পর থেকে ৮৭টি কেন্দ্রেই সীল মারার মহোৎসব শুরু হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন প্রশাসনের সব মহলে অভিযোগ করেও কোন সুরাহা পাইনি। তাই গৌরীপুর সংসদীয় আসনের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা করছি।


(এসআইএম/এস/জুলাই ১৮,২০১৬)