গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং পল্ল্যাান্ট ও সদর উপজেলার ডগরী এলাকার  রেনেটা লিমিটেড নামক দুটি পোশাক কারখানাকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর পরিবেশ অধিদফতর। পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার এই জরিমানা আদায় করেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, বর্জ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, বর্জ্যদূষণ গ্রহণযোগ্য মাত্রাবহির্ভূত পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে কারখানা মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদফতরের সদর দফতরে ডেকে যথাক্রমে তিন লাখ ৬৯ হাজার ১২০ টাকা এবং ১০ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়।

(আরএইচ/এএস/জুলাই ১৮, ২০১৬)