হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া-১৪৬) সংসদীয় আসনের উপ-নির্বাচন ১৮ জুলাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মি. জুয়েল আরেং (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. সোহরাব উদ্দিন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন (আপেল) প্রতীক নিয়ে উপ-নির্বাচনে অংশ গ্রহণ করেন।

উপ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মি. জুয়েল আরেং।

জানা যায়, হালুয়াঘাট উপজেলায় ১ লক্ষ ১৪ হাজার ৫ শত ৬৪ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে জুয়েল আরেং বিজয়ী। প্রতিদ্বন্দী প্রার্থী সেলিমা খাতুন আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭ শত ৬৮ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. সোহরাব উদ্দিন (লাঙ্গল) প্রতীক ১ হাজার ১শত ৫৮ ভোট।

মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৯ শত ৫৯। প্রাপ্ত ভোটের আনুপাতিক গড় ৫৫.৬৯%। অপরদিকে ধোবাউড়া উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন ৫৫ হাজার ৭ শত ৬ ভোট, আপেল প্রতীক পেয়েছেন ৫ হাজার ৫ শত ৭০ ভোট ও লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪ শত ২৮ ভোট।

সর্বমোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৩৫ ভোট। প্রাপ্ত ভোটের আনুপাতিক গড় ৪৫.৪০%। দু’টি উপজেলায় নৌকা প্রতীক ১ লক্ষ ৭০ হাজার ২ শত ৭০ ভোট পেয়ে বিজয়ী।

অপরদিকে আপেল প্রতীক ১৪ হাজার ৩ শত ৩৮ ভোট এবং লাঙ্গল প্রতীক ১ হাজার ৫ শত ৮৬ ভোট। উভয় উপজেলায় ১৩৩ টি ভোট কেন্দ্রের মধ্য হালুয়াঘাট উপজেলায় ৮৯টি এবং ধোবাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট উপজেলায় নৌকা প্রতীকের বিজয় এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার হেলালুজ্জামান সরকার।

অপরদিকে ধোবাউড়া উপজেলার নৌকা প্রতীকের বিজয় এবং প্রাপ্ত ফলাফলের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার জন কেনিড রিছিল।

বেসরকারীভাবে মি. জুয়েল আরেং বিজয়ী হওয়ায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটির নেতৃত্ব দেন মোঃ মনির হোসেন ও মফিদুল ইসলাম বেগ শিশির সভাপতি, সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ





(জেসিজে/এস/জুলাই ১৯,২০১৬)