যশোর প্রতিনিধি : যশোরের আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দু’জনের ফাঁসি দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- নিউটাউন এলাকার রাব্বু ওরফে মুরসালিন ও ঘোপ নওয়াপাড়া এলাকার মো. রায়হান।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকে ক্লিনিক মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ৩০ জুলাই ডা. শফিকের বাবা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলার বিচার কাজ শেষে বিচারক নিতাই চন্দ্র সাহা বাবলু ও জাকিরকে ফাঁসি এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বাবলু পলাতক ও জাকির আটক রয়েছেন।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৬)