মৌলভীবাজার প্রতিনিধি :কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা হাফেজ ক্বারী দুলাল মিয়া (২৫) গত  দেড়মাস থেকে নিখোঁজ রয়েছেন। গেলো রোযার আগের দিন দারুল ক্বেরাত প্রশিক্ষণের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় দুলাল। এর পর থেকে আর বাড়ি ফেরেনি। বন্ধ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে শেষ পর্যন্ত কুলাউড়া থানায় জিডি করা হয়েছে।




জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর গ্রামের মৃত তরমুছ মিয়ার কনিষ্ঠ ছেলে হাফিজ ক্বারী দুলাল মিয়া কুলাউড়া শহরের হাকালুকি রেষ্টুরেন্টের সামনে পান-সিগারেট দোকান দিয়ে ব্যবসা করতো। রমজানের আগের দিন বাড়ীর লোকজনকে জানায়, সে দারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে কোরআন প্রশিক্ষণ প্রদানের জন্য মৌলভীবাজারে যাচ্ছে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন তার সাথে কোন যোগাযোগ করতে পারেনি। এতে তার পরিবারের লোকজনও রয়েছেন নানা দুশ্চিন্তায়। ছেলের কোন খোঁজ না পাওয়ায় বৃদ্ধ মায়ের আহাজারি করছেন।

হাফিজ ক্বারী দুলাল মিয়ার বড় ভাই আবুল হোসেন জানান, আমরা দারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্টসহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করে তার কোন সন্ধান পাইনি। অবশেষে ১৬ জুলাই শনিবার রাতে কুলাউড়া থানায় একটি জিডি (নং-৬৭১) করেছি। হাফিজ দুলালের ব্যবহৃত মোবাইল নাম্বারটি ০১৭৮৪-১৯২৭২৫।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দোহা পিপিএম জানান, তাকে খোঁজে বের করার জন্য দু’জন এসআইকে দায়িত্ব দিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


(এমএকে/এস/জুলাই ১৯,২০১৬)