নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌর আন্ত: জেলা বাস টার্মিনালে  প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৬ মাস আগে এর নির্মাণ কাজ সম্পন্ন হলেও বিদ্যুৎ সংযোগের অভাবে উদ্বোধন হচ্ছে না। এতে যাত্রী সাধারণ সহ যানজটে পথচারীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে।

পৌর অফিস সুত্রে জানা যায়, ৬ মাস আগে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে মদন পৌর আন্ত: জেলা বাস টার্মিনাল এর নির্মাণ কাজ শেষ হয়। বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় উদ্বোধন করতে বিলম্ব হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, নব নির্মিত টার্মিনালের সকল কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেলেই উদ্বোধন করা হবে।

পল্লী বিদ্যুৎ মদন জোনাল অফিসের ডি জি এম মো. মোশারফ হোসেন জানান, ১৫ জুলাইয়ের মধ্যে নতুন বাস টার্মিনালের বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

(এএমএ/জেএ/জুন ০৯, ২০১৪)