খুলনা প্রতিনিধি : পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুজ্জামান বলেছেন, আগুন সন্ত্রাসীরাই বর্তমানে ভোল পাল্টে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডিআইজি। তিনি বলেন, ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসীরাই ভোল পাল্টিয়ে দেশের উন্নয়নকে ব্যাহত করতে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।

মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। সব স্তরের মানুষ যখন উন্নয়নের মহাসোপানে, যে যেখানে আছে সেখান থেকে কন্ট্রিবিউট করছেন, বাংলাদেশ যখন সারা বিশ্বের মাঝে ঈর্ষান্বিত একটি মাইলফলক স্থাপন করেছে ঠিক সেই সন্ধিক্ষণে আজকে যারা দেশটাকে, আমাদের জীবন যাত্রাকে অস্থিতিশীল করতে চায়, যারা আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, যারা আমাদের সন্তানকে বিপথে পরিচালিত করতে চায়। ২০১৩ সালে, ২০১৪ সালে, ২০১৫ সালে তারা ঠিক একইভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছিল। তারা মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা রাস্তাঘাট উপড়ে ফেলেছে, তারা রাস্তাঘাট কেটে জনজীবনে প্রচণ্ডভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত করার চেষ্টা করেছে। আজকেও ঠিক একইভাবে তারা সর্বশেষ প্রচেষ্টা, আমরা যেটা বিশ্বাস করি এই টার্গেট কিলিং করছে।’

খুলনা রেঞ্জের ডিআইজি জানান, ঝিনাইদহে সম্প্রতি সংঘটিত চারটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি নিজেরাই আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ১৬৪ ধারার সেসব জবানবন্দিতে তারা পরিষ্কারভাবে বলেছেন যে, কাদের নির্দেশে তারা এসব হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

জঙ্গিরা শহর ছেড়ে গ্রামঞ্চলে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা বিভাগের মাগুরা জেলার মতো অন্য সব জেলায় সিসি ক্যামেরা বসানো হবে।

এ সময় র‍্যাব-৬ খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৬)