স্টাফ রিপোর্টার :অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এদিকে একই দিনে এই মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপিলের ওপরও রায় ঘোষণা করা হবে। বিচারিক আদালতের সাজার রায়ের বিপক্ষে তিনি আপিল করেছিলেন। আপিলে সাজা বাতিলের আবেদন জানানো হয়।

গত মে মাসে দুদক ও মামুনের পৃথক দুটি আপিলের ওপর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার সাত নম্বরে আপিল দুটি রায় ঘোষণার জন্য অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

মানিলন্ডারিং আইনে দায়েরকৃত অর্থপাচার মামলায় ২০১৩ সালে গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা ও ৪০ কোটি টাকা জরিমানা করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। একই সঙ্গে তারেক রহমানকে এই মামলার অভিযোগ থেকে খালাস দেয়া হয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।





(ওএস/এস/জুলাই ২০,২০১৬)