কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার কিশোরগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস সালাম খান তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কামরুল ইসলাম।

জামিন নামঞ্জুর করা পাঁচজন হলেন- জেলার বাজিতপুর উপজেলার ডুইয়ারগাঁও এলাকার সামসু উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২০), শোলাকিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫), কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আহসান উল্লাহ (২৪) ও ভৈরবের পঞ্চবটি এলাকার মো. তারা মিয়া (৫২)।

প্রসঙ্গত, ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশ, এক নারীসহ চারজন নিহত হন। আহত হন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে একজন গুলিতে নিহত হয়।

(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)