আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে সমনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তর মাধ্যমে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।

বুধবার সকালে শহরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, মৎস্য চাষী সৈকত সরকার ও জয় প্রকাশ মিস্ত্রী প্রমুখ।

আলোচনা শেষে মৎস্য উৎপাদনের অবদানের জন্য ছয় জন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান প্রদান করা হয়। পরে ভেগাই হালদার পাবলিক আকাডেমীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।



(টিবি/এস/জুলাই ২০,২০১৬)