আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেয়া জেলার উজিরপুর পৌর সদরের বিএনখান ডিগ্রি কলেজ সরকারি করনের দাবিতে ষষ্ঠ দিনের ন্যায় বুধবার সকালে ক্লাশ বর্জন করে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক, কর্মচারী ও শত শত শিক্ষার্থীরা।

সূত্রমতে, পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশহিসেবে বেলা ১১টার দিকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ১ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদের মূল ফটকের সামনের ইচলাদী-উজিরপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

প্রায় দু’ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কলেজ গবনিং বডির সদস্য এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শঙ্কর মজুমদার, অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ওঝা, অধ্যাপক এটিএম নজরুল ইসলাম, শাহানা আক্তার শেলি, শিক্ষার্থী মোঃ সোহাগ, জুনায়েদ খান সিয়াম প্রমুখ।

(টিবি/এএস/জুলাই ২০, ২০১৬)