স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যত দিন জঙ্গি এবং তাদের দোসররা দমন না হবে, ততদিন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী এক প্রতিবাদ সভায় খালেদা জিয়াকে জঙ্গিদের দোসর অভিহিত করে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি তা মানতে পারছি না। কারণ খালেদা জিয়া জঙ্গি তৈরির কারখানা। যত দিন পর্যন্ত জঙ্গি দমন ও জঙ্গিদের দোসর দমন না হবে, ততদিন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না।’

তিনি বলেন, ‘জঙ্গিরা মানুষ না, এরা মানুষরূপি দানব। আমরা এদের অনেক আগেই দমন করতে পারতাম। কিন্তু খালেদা জিয়ার মদদ ও পৃষ্ঠপোষকতার কারণে তা সম্ভব হয়নি।’

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)