গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেছেন,আনসার বাহিনী দিয়ে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে ।

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'যদি আনসার বাহিনীর নিজস্ব কৌশলে সুসংগঠিত করা যায় তাহলে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে। তারা যদি জঙ্গি-তৎপরতার খবর আমাদের জানায় তাহলে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। আমরা কোনো জঙ্গিকে দেশের মাটিতে স্থান দেব না।”

আনসার ও ভিডিপি একাডেমির নবীন আনসার সদস্যদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে তিনটি বিভাগে বিশেষ অবদানের জন্য ছয়জন কৃতী আনসার সদস্যকে ক্রেস্ট দেওয়া দেন।

এ সময় বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নূরুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কে এম ফেরদাউসুল শাহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(আরএইচ/এস/জুলাই ২০,২০১৬)