বাগেরহাট প্রতিনিধি :বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর
সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মসজিদ মাদ্রাসা থেকে যেমন তৈরী হয় না তেমনি মসজিদের খুৎবা নজরদারি করে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থাই দায়ী।

ক্ষমতার মোহের কারনেই দেশ অস্থিতিশীল হয়েছে। এ সুযোগে চক্রান্তকারীরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ চালাচ্ছে। যার অন্যতম কারন অনৈসলামিক শিক্ষা ব্যবস্থা। দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ তৈরী হবে না। বুধবার বিকালে বাগেরহাট শহরের শালতলা মোড়স্থ জেলা পরিষদের অডিটরিয়ামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ইসলাম কোন সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করে না। ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলামই একমাত্র শান্তির ধর্ম। আমেল-ওলামাগণ কখনও সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করে না। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, আলহাজ্ব হযরত মাওওলানা হাওলাদার আব্দুল আউয়াল, মাওলানা আ. মজিদ, ইঞ্জিনিয়ার রজ্জব আলী, মাওলানা মু. মুজ্জাম্মিল হক, প্রভাষক মাওলানা মো. মাহমুদুল হাসান, মাওলানা মো. রমিজ উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম এর নেতৃত্বে শহরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী গণমিছিল বের করা হয়। মিছিলটি শালতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




(এসএকে/এস/জুলাই ২০,২০১৬)