গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২৯ লাখ ৪১ হাজার ৫২৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে ইউপির সভাকক্ষে চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার টাকা এবং উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা ৩২ লাখ ২৫ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ এক হাজার ৬০৮ টাকা। বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান বলেন, ‘এবারের বাজেটে নাগরিক সুবিধা প্রদানের পাশাপাশি এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাট উন্নয়নে বেশকিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।’
উজানচর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সামাদ শেখ, ইউপি সচিব মো. ইব্রাহিম সরদার, ইউপি সদস্য মো. আবুল কালাম, আব্দুস সাত্তার মৃধা, আনোয়ারা বেগম, আফজাল মাতুব্বর, বিলায়েত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
(জিসিপি/এএস/জুন ০৯, ২০১৪)