নিখোঁজ সন্তানদের উদ্দেশ্যে


প্রিয় সন্তান ,
কা’কে জিম্মি করতে চাও
তোমার পিতা মাতা ভাই বোন পারিবারিক সম্মান
কি করে জিম্মি করবে
মায়ের মমতা পিতার স্নেহ
তোমার অনুপস্থিতি দুঃসহ রাত দিন
যন্ত্রণার বিলাপ অপেক্ষার ব্যাকুল অশ্রু
কি করে জিম্মি করবে
এই সব সম্পর্কের আকুল মোনাজাত
ভ্রান্তির পথ দেখাবে কেবল
অন্ধকার মাখা পরকাল
তরুণ তুমি যৌবনের সৈনিক
তুমি তো ভালবাসো পিতা মাতা পলিমাটি স্বদেশ
বলো তবে ভালবাসা কি করে নিষ্পত্তি হবে হত্যায়
বিধান এভাবে নির্ধারিত হলে
একটি আয়াতের অপেক্ষায়
শান্তিপ্রিয়দের প্রার্থনার অশ্রু গড়াবে হাজার বছর
তবু হত্যার নিষ্পত্তি নেবে না
মৃত্যুর যে কোনো রুপ গ্রহণ করেছি
সুরেলা কান্না নিরব অশ্রুপাতে
অপঘাত আত্ম হনন
আমাদের বেদনার্ত করে
হত্যায় জ্বলে প্রবল ঘৃণা
হাতে হাতে কারবাইন ভোজালী
শান্তিপ্রিয় মানুষের দুঃস্বপ্ন জেগে ওঠে
শ্রেষ্ঠত্বের রাজনীতি যেন
দূর অতীতের লকলকে লোভ
রক্তাক্ত স্বজন ধ্বংসের পোড়া মাটি
প্রিয় সন্তান
পলিময় মৃত্তিকায় কান পেতে শোন
প্রাণ জুড়ে তার সোনার বাংলা
বাতাসে ভাসে সুরের সম্প্রীতি
ফিরে এসো নিখোঁজ সন্তান আমার

পরকালে বেঁচে আছি ৩

যা কিছু চাক্ষুষ করি মিথ্যে মনে হয়
যা কিছু শুনেছি কিংবা শুনবো মিথ্যে মনে হয়
মিথ্যার অভিশাপগ্রস্ত বালক
সেই যে ছুটে চলেছে মিথ্যার পেছনে
তাকে হত্যা করা হয়েছে বহুবার
প্রতিটি ধ্বংস স্তূপের নীচে তার থেতলানো শরীর
তাকে হত্যা করা হয়েছে বিষক্রিয়ায়
ষড়যন্ত্র জমাট কুঠরিতে
প্রতিটি রণাঙ্গনের ক্ষত বিক্ষত লাশ
মিথ্যে মনে হয়
মিথ্যে সময়ের অস্থিরতা
মিথ্যে অহংকারের মিনার
বেশ আছি পরকালে ------






(এজিটি/এস/জুলাই ২১,২০১৬)