গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লার নারায়ণ রায়ের পুত্র রাম হরি (৬৭) এর হুইল চেয়ারটি চুরি হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু চত্বরে সে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।

বৃহস্পতিবার (২১ জুলাই)সে জানায়, তার একটি পা নেই। ভিক্ষা করে জীবিকা নির্বাহের জন্য এ হুইল চেয়ারটিই ছিলো একমাত্র সম্বল। তাও চুরি হয়ে গেছে।

৬৭ বছর বয়সী রাম হরি জানায়, তাঁর স্ত্রী নেই। ২ ছেলে, ২ মেয়ের সংসারে রাম হরি এখন বোঝা! ছেলে রতন রায় (৪০) ও মানিক রায় (২২) কাজ করে নিজেদের সংসার চালাচ্ছে।

তিনি ক্ষোভে, কষ্টে বলেন, আমার এখন কেউ নেই। হুইল চেয়ারটি দিয়ে ঘুরেফিরে ভিক্ষা করে ৩ বেলা খাবার চলতো। কালিখলায় হুইল চেয়ারটি রেখে একটু ঘুমাচ্ছিল। উঠে দেখে হুইল চেয়ারটি চুরি হয়ে গেছে। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই ঘর-বাড়ি। তাই জাতির জনক বঙ্গবন্ধু চত্বরের টিনসেডের নিচে আশ্রয় নিয়েছে।

ভিক্ষা দেয়ার জন্য একটি প্লেট রেখেছেন। সেখানে যা হয় বা প্রতিবেশী যা দেয় তাই খেয়ে জীবন চলছে।

(এসআইএম/এস/জুলাই ২১,২০১৬)