স্টাফ রিপোর্টার :হাইকোর্ট বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশের অর্থপাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর এ ধরনের ঘটনা অর্থপাচারসংক্রান্ত অপরাধের পর্যায়ে পড়ে। আর এ ধরনের অপরাধ বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারর‌্যান তারেক রহমানকে সাজা দেওয়ার রায়ে হাইকোর্ট এই পর্যবেক্ষণ দেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থপাচারের যে ঘটনা তার অন্যতম উদাহরণ হচ্ছে এই মামলাটি। তাই সরকারকে নতুন করে এই ধরনের অর্থপাচারের ঘটনারোধে চিন্তা-ভাবনা ও পদক্ষেপ নিতে হবে।


(ওএস/এস/জুলাই ২১,২০১৬)